RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১২ ১৪২৭ ||  ১১ জমাদিউস সানি ১৪৪২

টাঙ্গাইলে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঘোড়দৌড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঘোড়দৌড়

টাঙ্গাইলে মধুপুর উপজেলায় আকাশী ও দামপাড়ার মধ্যস্থলে বিশাল ময়দানে শনিবার ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্থানীয় আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে ১২তম প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড এডমিন) এস এম জাহিদ হাসান।  বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারি কাদিরি, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ওয়ালটন গ্রুপের উপ-নির্বাহী পরিচালক (পিআর, মিডিয়া এন্ড ব্র্যান্ডিং) মো. ফিরোজ আলম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, এ ধরনের গ্রামীণ আয়োজন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। এটি নির্মল আনন্দের উৎস। ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে যে উৎসবের সৃষ্টি হয়েছে, তা অন্য কিছুতে পাওয়া যাবে না।

তিনি বলেন, যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখতে ঘোড়দৌড়, নৌকা বাইচের মতো গ্রাম্য বিনোদন বাচিয়ে রাখতে হবে।

তিনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সাফল্য কামনা করেন।

বিশাল ময়দানের চারপাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। আয়োজকরা জানান, নির্মল বিনোদন এবং বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির পুনরুদ্ধারই এই আয়োজনের লক্ষ্য।

প্রতিযোগিতায় টাঙ্গাইল ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী থেকে শতাধিক ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।

 

সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়