ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।   

এর ফলে রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া হবে না। তবে হিলি বন্দরের সকল কার্যক্রমসহ চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।  

বাংলা হিলি কাস্টমস সিআন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ রাইজিংবিডিকে জানান, ভারতে ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেন। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারের কোনো সম্পর্ক নেই। 


মোসলেম/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়