ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাস্টমস দিবসে চট্টগ্রামে বর্ণিল আয়োজন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাস্টমস দিবসে চট্টগ্রামে বর্ণিল আয়োজন

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের কাস্টমস হাউজ বর্ণাঢ্য আয়োজন করেছে।

রোববার সকাল ৯টায় চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

এছাড়া দিনভর সভা সেমিনারসহ নানা আয়োজন রাখা হয়েছে এ দিবসে।

সকালে কাস্টমস দিবসের শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ।

‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি অ্যান্ড দ্য প্ল্যানে ‘ স্লোগানে এবারের কাস্টমস দিবসের শোভাযাত্রার আকর্ষণ ছিলো বড় ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, ঢোলবাদন, বাদক দল, নানা স্লোগানে বর্ণিল ব্যানার, ফেস্টুন, নারীদের মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানা আয়োজন। এছাড়া এই দিবস উপলক্ষে সমগ্র কাস্টমস হাউস, গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকা নানা বর্ণে সাজানো হয়েছে।

শোভা যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ এম এ লতিফ বলেন, কাস্টমস কর্মকর্তারা নানা প্রতিকূলতার মধ্যেও দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। সরকারি রাজস্বের বড় অর্থের যোগান দিচ্ছে কাস্টমস। কর্মকর্তাদের মেধা ও সেবার কারণে কাস্টমসের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। বর্তমানে ডিজিটালাইজেশনের মাধ্যমে কাস্টম হাউস বিশ্বমানের সেবা দিচ্ছে।

শোভা যাত্রায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উইংয়ের অংশীজন, কাস্টমস হাউসের শুল্ক মূল্যায়ন, আপিল কমিশন, আয়কর, শুল্ক গোয়েন্দা, বন্ড কমিশনারেট, কাস্টমস একাডেমি, ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সিঅ‌্যান্ডএফ এসোসিয়েশনসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়