ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘুষ নেয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুষ নেয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

বরখাস্ত হওয়া মহসীন হোসেন সবার ডানে

ঘুষ নেয়ার অভিযোগে সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহসীন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল রোববার বিকেলে আকস্মিকভাবে ভোমরা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। তার সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।

ভূমি অফিসে উপস্থিত সেবা গ্রহীতাদের সঙ্গে কুশল বিনিময়কালে একজন অভিযোগ করেন, অতিরিক্ত টাকা দেয়ার পরও তার কাজ করে দিচ্ছেন না ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা।

জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে তার কাছে ঘুষ গ্রহণকারী কর্মকর্তার নাম জানতে চান। তখন মহসীন হোসেনের নাম বললে জেলা প্রশাসক তাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, সরকারি সেবা দেয়ার নামে অবৈধভাবে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়