ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মুজিববর্ষে ৭০০ থানায় চারটি করে হেল্পডেস্ক’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুজিববর্ষে ৭০০ থানায় চারটি করে হেল্পডেস্ক’

মুজিববর্ষে দেশের ৭০০টি থানায় চারটি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। একই সঙ্গে পুলিশ সদস্যদের জীবনমান উন্নয়নেও বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার সিলেট পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ শুরু হবে।

আইজিপি বলেন, ‘‘পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। ব্যারাকের উন্নয়ন করা হচ্ছে। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়ি দেয়া হবে।’’

তিনি বলেন, সর্বশেষ এক বছরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে সেবাপ্রত্যাশীদের দুই কোটি কল এসেছে। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেয়া হয়েছে। এই সেবা আরও প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে দুপুরে সিলেটে এসে পৌঁছার পর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন আইজিপি। পরে তিনি পুলিশ লাইন্স মাঠে সিলেট মহানগর পুলিশ ও জেলা পুলিশের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।


সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়