ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আতঙ্কে বাংলাদেশি প্রবেশে বাঁধা ভারতের

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আতঙ্কে বাংলাদেশি প্রবেশে বাঁধা ভারতের

করোনা ভাইরাস আতঙ্কে এক বাংলাদেশিকে ভারতে ঢুকতে দেয়া হয়নি। তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে গেলে তাকে ফেরত দেয়া হয়।

ভারতে ঢুকতে ব্যর্থ হওয়া বাংলাদেশি শওকত আহমেদ দুই মাস আগে চীন ভ্রমণ করেছিলেন। সোমবার সকাল ৯টার দিকে পাসপোর্টে চীনের ভিসা দেখতে পেয়ে আগরতলা ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়।

ফেনীর সদর উপজেলার সাহিবপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে শওকত আহমেদ মোটর পার্টসের ব্যবসা করেন। তিনি জানান, এক সপ্তাহ চীন ভ্রমণ করে গত নভেম্বর মাসের শেষের দিকে তিনি দেশে ফেরেন।

বাংলাদেশে ফেরত পাঠানোর পর আখাউড়া ইমিগ্রেশনে শওকত আহমেদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদুল হক বলেন, তার শরীরে করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ নেই।

‘‘চেকপোস্টে খোলা স্বাস্থ্য ডেস্কে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি পুরোপুরি ফিট আছেন। শুধু চীন ভ্রমণ করার কারণে তাকে ফেরত পাঠানো হয়েছে।’’


মাইনুদ্দীন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়