ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বহিষ্কৃত যুবলীগ নেতার ওপর হামলা

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৪, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বহিষ্কৃত যুবলীগ নেতার ওপর হামলা

চাঁদাবাজির অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত নাসির নামে এক যুবলীগ নেতার ওপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।

সোমবার রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নাসির রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক। তার মাথা-পাসহ শরীরের বিভিন্নস্থানে কোপানের কারণে তার অবস্থা আশংকাজনক। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে শহরের হ্যাপির মোড় থেকে নিউ কোর্ট বিল্ডিং এর দিকে যাওয়ার সময় ১০/১৫ জনের এক দল দুবৃর্ত্ত নাসিরের ওপর হামলা চালায়। এতে তার মাথা-পাসহ শরীরের বিভিন্নস্থান মারত্মক জখম হয়।

রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দীপংকর তংচঙ্গ্যা জানান, নাসিরের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি জানান, ঘটনা জেনেছি। অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এমন ঘটনা ঘটেছে। এই বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়া হবে।




বিজয়/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়