ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় কলেজছাত্র গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় কলেজছাত্র গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের বাদুরতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহা্ম্মদ ইমন (১৯) সরকারি মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উচ্চ মাধ্যমিক (কলা অনুষদ) দ্বিতীয় বর্ষের ছাত্র ও নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ফটোশপের মাধ্যমে একটি মূর্তির মাথা কেটে সেখানে প্রধানমন্ত্রীর মাথা লাগিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করেন ইমন। পরে ওই আইডি থেকে ছবিটি মুছে দেশবাসীর কাছে তিনি ক্ষমা চান। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে পুলিশের নজরে আসে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে কলাপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ইমরান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়