ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লামায় দল বেঁধে হাতিদের হামলা, এক নারীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লামায় দল বেঁধে হাতিদের হামলা, এক নারীর মৃত্যু

ফাইল ফটো

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতিরা দল বেঁধে হামলা চালিয়েছে। এসময় হাতিদের পায়ে পিষ্ঠ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

হতভাগ্য এই নারীর নাম জাহেরা বেগম (৫৪) । তিনি সরই ইউনিয়নের কালাইয়া পাড়ার ফজলুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার ভোর রাতে হাতির দলটি কালাইয়া পাড়ায় হামলা চালায়। এসময় হাতির দল জাহেরা বেগমের ঘরে ঢুকে পড়ে তছনছ করে এবং এক পর্যায়ে হাতির পায়ে পিষ্ঠ হয়ে জাহেরার মৃত্যু হয়।

হাতির ভয়ে পাড়ার বাসিন্দারা এলাকা ছেড়েছে। হাতির দলটি এ রিপোর্ট লেখা পর্যন্ত সরই ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থান করছিল।

এই ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা ফিরলে বিস্তারিত জানতে পারবো।

বন উজাড়, হাতির বিচরণ ক্ষেত্রে মানুষের বসতি নির্মাণ ও ব্যাপক খাদ্য সংকটের কারণে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন ইউনিয়নে এসে প্রায়ই হানা দেয় ক্ষুব্ধ হাতির দল। আর এতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে হাতির আক্রমনে নুরুল ইসলাম নামে আরেকজন প্রাণ হারান।



বাসু দাশ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়