ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কৃষক হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষক হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক ছফির উদ্দিন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা করেছে আদালত।

এছাড়া মামলায় আরো চার আসামিকে একবছর করে কারাদণ্ড ও পাঁচহাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- করিমগঞ্জ হালঘড়া নোয়াবাদ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া।

এছাড়া একবছর করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মৃত হাফিজ উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া, সাত্তার মিয়া, একই গ্রামের মৃত ছমেদ মুন্সীর ছেলে আবুল হোসেন মুন্সী এবং হাফিজ উদ্দিনের স্ত্রী ফরিদা খাতুন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ জুন সকাল ৮টায় এক গাছ কাটাকে কেন্দ্র করে হাফিজ উদ্দিনের নেতৃত্বে তার দুই ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া শাবল দিয়ে ছফির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে ছফির উদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই ছফির উদ্দিনের ছোটভাই আব্দুল হেলিম সাতজনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত সাপেক্ষে ২০১২ সালে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুস খালেদ জানান, ২০১২ সাল থেকে মামলাটি আদালতে চলমান ছিল। বুধবার বেলা ১১টায় আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন আদালত।



রুমন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়