ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষার্থীদের শিল্প-কারখানা পরিদর্শন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের শিল্প-কারখানা পরিদর্শন

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা শিল্প-কারখানা পরিদর্শন করেছেন।

বুধবার জেলা শহরের বিসিক শিল্প নগরীতে একাধিক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তারা। এ সময় কারখানাগুলোর বিভিন্ন পণ্য উৎপাদন, যন্ত্রপাতির ব্যবহার, শিল্প-কারখানার পরিবেশ ও কর্মজীবি নারী-পুরুষ সম্পর্কে শিক্ষার্থীরা বাস্তব ধারণা লাভ করেন।

এতে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাবীব জোয়ার্দারের সমন্বয়ে প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রায় ৭০ জন ছাত্রী অংশগ্রহণ করেন।

বিসিক শিল্পনগরী লক্ষ্মীপুর কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহরিয়ার খানের সহযোগিতায় নেক্সট ফুট অ্যান্ড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও পি.টি. কনজ্যুমার প্রোডাক্ট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে দুটি শিল্প-কারখানা পরিদর্শন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

 

লক্ষ্মীপুর/ফরহাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়