ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪৩ লাখ টাকার সোনা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ৩১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪৩ লাখ টাকার সোনা জব্দ

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪৩ লাখ টাকা মূল‌্যের ছয়টি সোনার বার জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার কাকডাঙ্গা সীমান্তের রাজ্জাক মোড় এলাকা থেকে সোনার বার জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কাকডাঙ্গা সীমান্ত রাজ্জাক মোড়ে অভিযান চালায়। সেখান থেকে ছয়টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন ৯৩১ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৪৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


শাহীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়