ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাতক্ষীরায় আড়াই কেজি সোনা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৩১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় আড়াই কেজি সোনা উদ্ধার

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। তবে চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেলে লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধের উপর থেকে সোনা উদ্ধার করা হয়।

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, অভিযানকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করা হয়। তখন তিনি একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যান। প্যাকেট থেকে সোনার ১৪টি বার, ২২টি চেইন উদ্ধার করা হয়; যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, উদ্ধারকৃত সোনার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা।

 

শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়