ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিলি চেকপোস্টে নেই থার্মাল স্ক্যানার

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৪, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি চেকপোস্টে নেই থার্মাল স্ক্যানার

দিনাজপুরের হিলি চেকপোস্টে মেডিক‌্যাল টিম বসানো হলেও এখানে নেই কোনো থার্মাল স্ক্যানার। ফলে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং করা যাচ্ছে না।

এছাড়া, ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমদানিকৃত পণ‌্য নিয়ে যে সকল ট্রাক হিলি চেকপোস্ট দিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করছে, সে সকল ট্রাকে থাকা চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করানোর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল সাইদ বলেন, থেকে হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় অথবা বাংলাদেশি যে সকল যাত্রী দেশে প্রবেশ করছেন, মেডি‌ক‌্যাল টিমটি তাদের প্রাথমিকভাবে শ্বাসতন্ত্র রোগ, জ্বর, জ্বরের সঙ্গে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি স্বাস্থ্য পরীক্ষা করছে। এছাড়া, যাত্রীদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরামর্শ ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, শীত ও করোনা ভাইরাসের কারণে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত অনেকাংশে কমে গেছে। বুধবার মাত্র ৪১৩ জন যাত্রী যাতায়াত করেছে এই পথে। এদের মধ‌্যে ৪৬ ভারতীয় নাগরিক দেশে প্রবেশ করেছে। 


মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়