ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিশের জন‌্য রক্ষা পেল অলিপুর শিল্প এলাকা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০০, ৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের জন‌্য রক্ষা পেল অলিপুর শিল্প এলাকা

পুলিশের কারণে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে অলিপুর শিল্প এলাকা।

রোববার রাতে অলিপুর বাজারে এক টমটম চালক পথচারী সুজেল মিয়ার পায়ের ওপর তার গাড়ির চাকা তুলে দেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুজেল। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ‌্যে কথা কাটাকাটি হয়।

এরপর উভয় পক্ষের লোকজন অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। খবর পেয়ে ওই মুহূর্তে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইমলামের নেতৃত্বে উপস্থিত হয় একদল পুলিশ। তারা দু’পক্ষের লোকজনের সঙ্গে কথা বলেন। তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তারা সংঘর্ষ এড়াতে সক্ষম হন।

এমন পদক্ষেপ নেওয়ায় প্রশংসায় ভাসছে পুলিশ। স্থানীয়রা বলছেন, পুলিশের এমন পদক্ষেপের কারণে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল অলিপুর শিল্প এলাকা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইমলাম বলেন, ‘অলিপুর এখন শিল্প এলাকা। এখানে কোটি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হচ্ছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে এ এলকাকার সুনাম ছড়িয়ে পড়েছে। কাজেই এখানে কোনো প্রকারের হামলা বা অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানসহ তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।

 

হবিগঞ্জ/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়