ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনা বিভাগে প্রথম নারী ওসি রোকসানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনা বিভাগে প্রথম নারী ওসি রোকসানা

খুলনা বিভাগে প্রথম নারী ওসি হিসেবে রোকসানা খাতুন নড়াইলের নড়াগাতি থানায় যোগ দিয়েছেন।

২০০৪ সালে রোকসানা খাতুন এসআই (উপ-পরিদর্শক) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রশিক্ষণ শেষে তিনি পাবনার ঈশ্বরদী থানায় যোগ দেন। এরপর বগুড়া, মাগুরা, খুলনা, যশোরের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি যশোরে কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করে ওসি হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে তিনি এক বছর কঙ্গোতে শান্তিমিশনে দায়িত্ব পালন করেন।

নড়াইলের পুলিশ সুপার জসীম উদ্দিন ওসি হিসেবে রোকসানা খাতুনের যোগ দেয়ার  কথা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর কয়ার বাসিন্দা রোকসানা খাতুন ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ের জননী। তার স্বামী সরকারি চাকরিজীবী।


রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়