ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর বিভাগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর বিভাগ

রংপুরসহ এর আশপাশের বিভিন্ন জেলা ও ভারতের কিছু স্থানে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, রাজধানী ঢাকা থেকে ২৮৮ কিলোমিটার উত্তরে ভারতের আসাম প্রদেশে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। ভারতের কিছু স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।

রংপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ঘর থেকে বের হয়ে যান। তাদের রাস্তায় ও খোলা জায়গায় জড়ো হতে দেখা যায়। হাসপাতালগুলোতে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

রংপুর/নজরুল মৃধা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়