ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মাছ ধরা উৎসবে মেতে উঠেছিলো ওরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাছ ধরা উৎসবে মেতে উঠেছিলো ওরা

টাঙ্গাইলের বাসাইলে কাতিল বিলে মাছ ধরা উৎসবে মেতে উঠেছিল বিভিন্ন বয়সের মৎস্য শিকারীরা। প্রতি বছরই এ উৎসবের আয়োজন করে থাকে এলাকাবাসী।

শনিবার উপজেলার ফুলকি ইউনিয়নের বালিয়ার কাতিল বিলে এই মাছ ধরা উৎসব পালন করা হয়।

এ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাসাইল, সখীপুর ও কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন মাছ ধরতে আসে।

স্থানীয়রা জানান, উপজেলার বার্থা বিল, নুন্ধা বিল, নিরাইল ও কাতিল বিলসহ কয়েকটি বিলে প্রতি বছর মাছ ধরা উৎসব পালন করা হয়। এ বছর প্রথমে কাতিল বিলে শত শত লোক পলো ও জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হয়। এ উৎসবে অনেকেই বোয়াল, মিনার কাপ ও শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের মাছ শিকার করেন।

মাছ ধরতে আসা সখীপুরের বহেরাতুলের মজিবর রহমান বলেন, ‘কবে কোন এলাকায় মাছ ধরা হবে, এবিষয়ে প্রথমে তারিখ নির্ধারণ করা হয়। পরে হাটে হাটে গিয়ে বিষয়টি সবাইকে অবহিত করা হয়। একজন জানলে সে আবার অন্যজনকে জানিয়ে দেয়। পরে নির্ধারিত তারিখে সবাই ওই বিলে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন।’

স্থানীয় ইউপির সাবেক মেম্বার জামাল উদ্দিন রাইজিংবিডি বলেন, ‘প্রতি বছর এই বিলে আশেপাশের বিভিন্ন এলাকার লোকজন মাছ ধরতে আসেন। স্থানীয়রাও মাছ ধরা এই উৎসবে অংশ নেন। শীত থাকার কারণে মানুষ বেশি সময় পানিতে থাকতে পারেননি। ফলে লোকজন তেমনটা মাছও ধরতে পারেনি। তারপরেও এটি আমাদের এই এলাকার ঐতিহ‌্য। প্রতি বছর আমরা এভাবে মাছ ধরা উৎসবে মেতে উঠি। ’


টাঙ্গাইল/সিফাত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়