ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১৫ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১৫ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই এক ট্রলার ডুবিতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন মারা গেছেন। এসময় ৬২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের অদূরে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিম সাগরে ট্রলার ডুবি হয় বলে জানান কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম-উল হক।

তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের বহন করে ট্রলারটি কক্সবাজার থেকে মালয়েশিয়া যাচ্ছিল।

নাঈম-উল হক জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির সংবাদ স্থানীয় জেলেদের কাছ থেকে পাওয়ার পর কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে। পরে সেখান থেকে নারী ও শিশুসহ ১৫ জনের মরদেহ এবং ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনা কবলিত ট্রলারে আরো লোকজন রয়েছে। ঘটনাস্থলে কোস্টগার্ডের পাশাপাশি নৌ-বাহিনীর জাহাজ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 


রুবেল/বুলাকী/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়