ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পাসপোর্ট অফিসে অভিযান, ৪ দালালকে কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাসপোর্ট অফিসে অভিযান, ৪ দালালকে কারাদণ্ড

নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ৪ দালালকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন এ আদালত।

দুর্নীতি মুক্ত সেবা নিশ্চিত করার অঙ্গীকারকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি শাহরুখ খাঁনের নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ৪ দালালকে হাতেনাতে গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাঈন উদ্দিন, নজরুল ইসলাম, রিয়াজুল মিয়া ও আমীর বাদশা। আদালত তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

এছাড়া আদালত দালালীর কাজে সম্পৃক্ত থাকার দায়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা প্রণব কুমার দাসকে কারণ দর্শানোর নোটিশ জারি করার জন্য পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দেবনাকে নির্দেশ দেন। নোটিশের অনুলিপি নরসিংদী জেলা প্রশাসক এবং পাসপোর্ট অফিসের মহাপরিচালককে দেয়ার কথা উল্লেখ করেন।

অভিযানকালে নরসিংদীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


হানিফ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়