ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিরপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা

কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১০টায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ফেনীতে ১১৪ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

মিরপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণাকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা রাশিদা খানম, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান প্রমুখ।

 

কাঞ্চন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়