ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদ্যুতের আলোয় আলোকিত ২৩ উপজেলা

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুতের আলোয় আলোকিত ২৩ উপজেলা

বাগেরহাট সদর উপজেলাসহ ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

এ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমানসহ বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এবং র‌্যালীর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের আনন্দ প্রকাশ করেন তারা।

 

টুটুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়