ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুজিববর্ষে পরগাছা মুক্ত হবে : সেতুমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষে পরগাছা মুক্ত হবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষে আওয়ামী লীগ থেকে আগাছা, পরগাছা মুক্ত করা হবে। দলে কোনো সুবিধাবাদীর স্থান হবে না।

বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘কেউ ঘরের মধ্যে ঘর বানাবেন না। কোনো হাইব্রিড বসন্তের কোকিলরা আওয়ামী লীগের নেতা হতে পারবে না। আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা নেতা হবেন। কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না। ত্যাগী কর্মীরা কোণঠাসা হলে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে যাবে। ত্যাগী কর্মীদের মূল্য দিতে হবে। তা না হলে দল ক্ষতিগ্রস্ত হবে।’

বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হবার কিছুই নেই। নির্বাচনে ফেল, আন্দোলনে ফেল, এখন পুঁজি হচ্ছে নালিশ। দেশের মানুষের কাছে নালিশ করে, বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি দেশকে ছোট করছে। নির্বাচন আর আন্দোলনে হেরে মির্জা ফখরুল এখন হশাতায় আবলতাবোল বলছে।’

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাংসদ শেখ হেলাল উদ্দিন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



বাদল সাহা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়