ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কলাপাড়ায় ২০ চীনা করোনাভাইরাসে আক্রান্ত নন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলাপাড়ায় ২০ চীনা করোনাভাইরাসে আক্রান্ত নন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিশেষ পর্যবেক্ষণে থাকা ২০ চীনের নাগরিকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। ফলে তাদের কাজে যোগ দেয়ার অনুমতি দিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং দিনব্যাপী এ সকল নাগরিকের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস তাদের কাজের অনুমতি দেন। তখন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হালদার উপস্থিত ছিলেন।

ডা. বাসুদেব কুমার দাস জানান, সম্প্রতি চীন থেকে ঘুরে আসা ২০ চীনার মধ্যে করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ নেই। তারা কাজে ফিরতে পারেন।  

এ সময় প্রকল্পে কর্মরত চীনের নাগরিকদের নিজ দেশে যাওয়া এবং ছুটিতে চীনে অবস্থানরতদের না ফেরার নির্দেশনা দেন তিনি।

বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেদওয়ান ইকবাল খান জানান, বিদেশ থেকে প্রকল্পে কয়লাবাহী যেসব জাহাজ আসছে, সেসব জাহাজের ক্রুদের জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না এবং বিশেষ সতর্কতার সঙ্গে জাহাজ থেকে কয়লা আনলোড করা হচ্ছে।

গত জানুয়ারি মাসের শেষের দিকে ২০ চীনা নিজ দেশ থেকে আসলে স্বাস্থ্য বিভাগের নির্দেশে তাদের ১৪ দিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়।

 

ইমরান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়