ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রক্তদান করে মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রক্তদান করে মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ

ভালোবাসা দিবসে রক্তদান করে মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন রাজশাহীর বেশ কয়েকজন তরুণ-তরুণী। শুক্রবার রাজশাহী নগরীর বড়কুঠি পদ্মাপাড়ে আয়োজিত রক্তদান কর্মসূচিতে তারা রক্ত দেন।

রাজশাহীর ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম’ এর আয়োজন করে। সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়।

ভালোবাসা দিবসে নগরীর বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এই পদ্মার পাড়ে ঘুরতে যাওয়া অনেক তরুণ-তরুণী নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তচাপ পরীক্ষা করেন। মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে অনেকে রক্তদান করেন।

‘হাসবে রোগী বাঁচবে প্রাণ’- স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে ‘নিউ সেইফ ব্লাড ব্যাংক’। কর্মসূচিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক সুমন আজিম, স্বেচ্ছাসেবক শরিফুল ইসলাম, সুভাষ কুমার, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, আখি খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।


রাজশাহী/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়