ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাবি অধ্যাপকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবি অধ্যাপকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট করা শিক্ষক অধ্যাপক আলী আসগর তার সহকর্মী অধ্যাপক খাইরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন।

বৃহস্পতিবার রাতে নগরীর মতিহার থানায় তিনি মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, সহকর্মীর বিরুদ্ধে অধ্যাপক আলী আসগর মামলা করেছেন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অধ্যাপক আসগর গত বছরের আগস্টে বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে রিট করেন। এরপর অধ্যাপক খাইরুল গত ৬ নভেম্বর রিট প্রত্যাহার না করলে প্রভাব খাটিয়ে অধ্যাপক আসগরের ক্ষতি করার হুমকি দেন। পরে তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।

এরই মধ্যে গত বুধবার দুপুরে কৃষি অনুষদের কার্যালয়ে কাগজপত্র ফটোকপি করাচ্ছিলেন অধ্যাপক আসগর। এ সময় অধ্যাপক খাইরুল তাকে হত্যার উদ্দেশে মাথায় সজোরে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

এজাহারে আরো বলা হয়, আদালতে বিচারাধীন রিটটি যেন বন্ধ হয়ে যায় সেই কারণেই অধ্যাপক আসগরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন অধ্যাপক খাইরুল ইসলাম।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কার্যালয়ে ক্রপ সায়েন্স বিভাগের অধ্যাপক আলী আসগরকে বিভাগের আরেক অধ্যাপক খাইরুল ইসলাম ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। তবে অধ্যাপক খাইরুল দাবি করেন, অধ্যাপক আসগর স্বেচ্ছায় মাটিতে লুটিয়ে পড়েন।


শাহিনুর খালিদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়