ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটের ছাদ খোলার নির্দেশ

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটের ছাদ খোলার নির্দেশ

কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটের ছাদ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

শুক্রবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন। 

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার  তাপস রঞ্জন ঘোষ, প্যানেল মেয়র জামাল উদ্দীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সকল পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট এবং জ্যাকেট পরিধান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, বিআইডব্লিউটিএ কর্তৃক আজ থেকে সকল ইঞ্জিনচালিত বোটের ফিটনেস চেকসহ অতিরিক্ত যাত্রী বহন পরিহার ও যাত্রী সচেতনতা বাড়াতে কাজ করবে।


বিজয়/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়