ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাইলেন বাবা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাইলেন বাবা

ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলে শরিফুল ইসলাম জুনায়েদকে (৫) অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ চাইলেন সৎ বাবা নুর মোহাম্মদ রিপন।

রিপনের বাড়ি ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামে। তার বাবার নাম ফজলুল করিম।

এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি শিশুটির মা শরিফা খাতুন বাদী হয়ে রিপনের নামে হালুয়াঘাট থানায় মামলা করেন। 

৯ ফেব্রুয়ারি ইসলামি সভা শোনার কথা বলে জুনায়েদকে নিয়ে বাড়ি থেকে বের হন রিপন। জুনায়েদকে লুকিয়ে রেখে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করেন রিপন।

শুক্রবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডহরপাচুরিয়া থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ওই এলাকার নুরুল ইসলামের ছেলে সালামের বাড়িতে জুনায়েদকে লুকিয়ে রাখা হয়। পুলিশ সালাম ও তার স্ত্রী সুফিয়া খাতুনকে আটক করেছে।

শিশুটির মা শরিফা খাতুন জানান, জুনায়েদকে অপহরণ করে তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন রিপন।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘তথ্য প্রযুক্তির সাহায‌্যে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্বার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী রিপন পালিয়ে যান্।’


মিলন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়