ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

রোববার রাত ২টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। প্রায় ৯ ঘণ্টা পর কুয়াশা কমে গেলে বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। পরে ১৪ ফেরি দিয়ে পারাপার চলছে। শিমুলিয়া ঘাটে ছোট বড় যানবাহন মিলিয়ে পাঁচ শতাধিক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এসময় যাত্রীরা চরম দুর্ভোগে পরেছেন।

শিমুলিয়া উপ-সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) বাবু প্রফুল্ল চন্দ্র জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। শিমুলিয়া ঘাটে কয়েকটি নাইটকোচসহ ফরিদপুর মাহফিলে যাওয়া ৩০ বাস পারের অপেক্ষায় রয়েছে।

সাড়ে ১০টার দিকে চ্যানেলে থাকা দুই ফেরি এসেছে।

শিমুলিয়া বিআইডব্লিউটিসি ইঞ্জিনিয়ার (মেরিন) মো. শাজাহান আলী জানান, রোববার রাত ২টা থেকে বেলা ১০টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দুই পার থেকে ছেড়ে আসা চার ফেরি মাঝ নদীতে নোঙড়ে ছিল। এখন ১৪ ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। ঘাটে ছোট বড় যানবাহনের চাপ রয়েছে। ৩/৪ ঘণ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

 

রতন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়