ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

কুড়িগ্রাম সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 

তিনি বলেন, ‘সমাজকে মাদকমুক্ত রাখতে হলে আগে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদেরকেও মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।

রোববার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় ও উত্তর বড়ভিটা আব্দুল কুদ্দুস মিয়া প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক এ মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মজিদসহ আরো অনেকে।

 

বাদশাহ্/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়