ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৩০ বছর ধরে কান পরিষ্কার করেন সেলিম

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩০ বছর ধরে কান পরিষ্কার করেন সেলিম

হাতে প্লাস্টিকের দুটি টুল, মাথায় বাঁধা লাইট ও গলায় কান পরিষ্কার করার সরঞ্জামের ব্যাগ ঝুলিয়ে দিনাজপুরের হিলির অলিগলি ঘুরে বেড়ান সেলিম পাইকার। মানুষের কান পরিষ্কার করে যা আয় হয়, তা দিয়ে চলে তার সংসার।

প্রায়ই মানুষকে তার টুলে বসিয়ে কান পরিষ্কার করতে দেখা যায়। অনেকে আবার সেলিম পাইকারকে খোঁজেন কান পরিষ্কারের জন্য। বিভিন্ন রকম তরল ওষুধ দিয়ে কান পরিষ্কার করেন তিনি।

হিলি গোডাউন মোড়ে তার টুলে বসে কান পরিষ্কারের সময় কুদ্দুস আলী বলেন, মাঝে মধ্যে সেলিমের কাছে কান পরিষ্কার করান। সেলিম সুক্ষ্মভাবে কান পরিষ্কার করে দেন যে, তা বোঝায় যায় না।

সেলিম পাইকার জানান, তার বাড়ি গাইবান্ধা জেলায়। হিলিতে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে এই কাজে মানুষকে সেবা দিয়ে আসছেন। তিনি সেভলন, ডিস্টিলওয়াটার, ওলিভওয়েল ও কানের ড্রপ ব্যাকসন মেডিসিন দিয়ে কান পরিষ্কার করেন।

এভাবে কান পরিষ্কার স্বাস্থ্যসম্মত কিনা তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি। 

সেলিম পাইকার জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে মানুষের সেবা দিয়ে আসছেন। যে যা দেয়, তাতে খুশি থাকেন। এভাবে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় হয়; তা দিয়ে স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে সুখে-শান্তিতে দিন কাটিয়ে দেন।


মোসলেম উদ্দিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়