ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তুচ্ছ ঘটনার জেরে রোহিঙ্গা নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুচ্ছ ঘটনার জেরে রোহিঙ্গা নারী নিহত

কক্সবাজারের টেকনাফের শরণার্থী শিবিরের ‘শিশুদের মধ্যে’ তুচ্ছ ঘটনার জেরে দুইপক্ষের মারামারিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।

এঘটনায় আহত হয়েছে পাঁচজন।

মঙ্গলবার সকাল ১১টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের এ ঘটনা ঘটে বলে জানান নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির।

নিহত নুর নাহার বেগম (৪০) ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের নুর আলমের স্ত্রী।

তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মনির জানান, সকালে লেদা রোহিঙ্গা ক্যাম্পে একদল শিশু খেলতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের অভিভাবকরাও ঝগড়া লিপ্ত হন। এক পর্যায়ে তারা হাতাহতি শুরু করেন। এতে লাঠির আঘাতে ছয় রোহিঙ্গা আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা লেদা ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে আসলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়