ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে সোয়া কোটি পোনা জব্দ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে সোয়া কোটি পোনা জব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কোটি ২০ লাখ ফাইস্যা মাছের পোনা জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার সকালে পানগুছি নদীতে অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করা হয়। এ সময় তিন জেলেকে আটক করে কোস্ট গার্ড।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। মাছের পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- আশাশুনি উপজেলার গফ্ফার সরদার (৪০), নয়ন সরদার (২৫) ও শফিকুল সরদার(২৮)।

কোস্ট গার্ডের শরণখোলা স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, সুন্দরবনের ভোলা নদী থেকে মাছের পোনা ধরে পাইকগাছা যাবার পথে পানগুছি নদীতে ট্রলারটি তল্লাশি করে পোনাসহ জেলেদের আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে জেলেদের ছেড়ে দেয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসের উপস্থিতিতে পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।


বাগেরহাট/টুটুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়