ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করবে সিলেট চেম্বার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করবে সিলেট চেম্বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ বছর সিলেটে বিজনেস সামিটের আয়োজনের পাশাপাশি বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করবে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী শীর্ষ এ সংগঠনের পক্ষ থেকে একই সাথে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, উদ্যোক্তা তৈরীর সেমিনার আয়োজনসহ বছরজুড়ে একাধিক কর্মসূচিও ঘোষণা করেছে।

মঙ্গলবার দুপুরে চেম্বার কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান চেম্বার সভাপতি এটিএম শোয়েব। তিনি চেম্বারের বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে গৃহীত নানা পদক্ষেপের কথাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, ‘সিলেটের ব্যবসা-বাণিজ্য, শিল্প, পর্যটন ও আইটি খাতের উন্নয়নসহ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সিলেট চেম্বার সচেষ্ট রয়েছে। এজন্য বিভিন্ন সমস্যার সমাধান ও ঐক্যমতের ভিত্তিতে চেম্বার পরিচালনার জন্য ৩৮টি সাব কমিটি গঠন করেছি আমরা।’

এ সময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা ও সহ-সভাপতি তাহমিন আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ চেম্বার নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সিলেট/নোমান/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়