ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘পর্যটকদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে হবে’

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পর্যটকদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে হবে’

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, কাপ্তাই হ্রদে বোটে ভ্রমণকালে পর্যটকদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে হবে।

তিনি বলেন, ‘বসার সিট অনুযায়ী পর্যটক নিয়ে ভ্রমণ করতে হবে। সে জন্য বোটচালকদের ভূমিকা বেশি প্রয়োজন। পর্যটকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বোটমালিক ও চালকদের নিয়ে পর্যটন করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়ে নিয়মিত সভা আয়োজন করা প্রয়োজন।’

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সম্প্রীতি কাপ্তাই হ্রদে মর্মান্তিক বোট দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, ‘পর্যটকরা সচেতন হলে এ ধরনের অনাকাঙ্খিত মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।’

পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্তসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



বিজয়/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়