ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মনোনয়নপত্র জমা দিলেন এ্যাড. আমিরুল আলম

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনোনয়নপত্র জমা দিলেন এ্যাড. আমিরুল আলম

সম্প্রতি শূন্য হওয়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার শরণখেলা নির্বাচন অফিসে খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলীর কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে শরণ খোলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। মতবিনিময় সভায় নির্বাচনকালীন বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন নেতাকর্মীরা।

এসময় জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ, ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, আব্দুর রহিম খান, মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আছাদুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

টুটুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়