ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় বন্ধ বিরাশী গ্রামের সেচ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় বন্ধ বিরাশী গ্রামের সেচ

সেচের পানির অভাবে বোরো চাষ শুরু করতে পারছেন না ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিরাশী গ্রামের শতাধিক কৃষক।

অথচ চলে যাচ্ছে, চলতি মৌসুমের বোরো ধানের চারা রোপণের সময়। বিষয়টি মুক্তাগাছার এমপি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু দেখবেন বলে জানিয়েছেন স্থানীয় ইউএনও।

জানা যায়, বিএডিসি সেচ পাম্প পরিচালনা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে বন্ধ রয়েছে সেচ কার্যক্রম। ফলে বিরাশী গ্রামের প্রায় দেড়শ একর জমির বোরো আবাদ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সমাধানের চেষ্টা করেও ব্যর্থতার দায় স্বীকার করেছেন উপজেলা প্রশাসন।

বিরাশি গ্রামের কৃষক মিজানুর রহমান তোতা বলেন, ‘বোরো আবাদের সময় চলে যাচ্ছে তবুও আমরা সেচের অভাবে চাষ শুরু করতে পারছি না। সেচ পাম্পের বর্তমান ম্যানেজার মাহবুব গত বছর পানি নিয়ে অনেক সমস্যা করেছে, যাকে ইচ্ছা হইছে পানি দিছে। অনেককেই ঠিকমত পানি দেয়নি। তাই আমরা নতুন ম্যানেজারের মাধ্যমে পাম্প চালুর দাবি জানিয়েছি।’

আরেক কৃষক রাজ্জাক ফকির বলেন, ‘কৃষি জমির উপর আমাদের জীবিকা নির্ভর করে তাই আমরা দ্রুত পাম্প চালুর দাবি জানাই।’

এ বিষয়ে সেচ পাম্পের বর্তমান ম্যানেজার মাহবুবের সাথে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।

বিএডিসির সহকারী প্রকৌশলী সরোয়ার জাহান বলেন, ‘পাম্প পরিচালনার জন্য মাহবুব নামে একজনকে ম্যানেজার নিয়োগ করা হয়েছে। কিন্তু স্থানীয় কৃষকরা মাহাবুবের বিরুদ্ধে স্বেচ্ছারিতার অভিযোগ করায় এ বছর আমরা সেচের ছাড়পত্র দেইনি। বিষয়টি সমাধানের জন্য উপজেলা সেচ কমিটির প্রধান ইউএনও মহোদয় নিজেও চেষ্টা করছেন।’

মুক্তাগাছা উপজেলা সেচ কমিটির প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার বলেন, ‘বিরাশী গ্রামের সেচ পাম্পের পরিচালনার সমস্যা নিয়ে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি। কোন পক্ষ একচুলও ছাড় দেয়নি বলে সমাধান করতে আমরা ব্যর্থ হয়েছি। বিষয়টি এখন মন্ত্রী মহোদয় (মুক্তাগাছা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু) দেখবেন। তিনি সিদ্ধান্ত দেবেন কে এই পাম্প পরিচালনা করবেন।’

সেচ পাম্প চালুর দাবিতে গত শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিরাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিরাশী গ্রামের প্রায় শতাধিক কৃষক মানববন্ধন করেছেন।



মিলন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়