ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩০ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ গ্রেপ্তার ১২

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩০ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ গ্রেপ্তার ১২

৩০ কোটি টাকার ভারতীয় শাড়ী-কাপড়সহ ১২ চোরাকারবারিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে বাগেরহাট জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেট আমলি আদালত-৬ এর বিচারক মো. আছাদুল ইসলাম এ আদেশ দেন।

গ্রেপ্তাররা হলেন- পিরোজপুরের মঠবাড়ীয়া থানার জানখালীর মৃত সেকেন্দার আলী হাওলাদের ছেলে হারুন হাওলাদার (৪৫), নোয়াখালীর সুবর্নচর থানার চরজব্বরের মো. কালা মিয়ার ছেলে  মো. স্বপন মিয়া (৩৭), লক্ষীপুরের রামগতী থানার চরআফজারের মৃত মোফাজ্জেল হোসেন মালের ছেলে মো. গিয়াস উদ্দিন মাল (৪৯), একই এলাকার মৃত শাহ জালাল হোসেনের ছেলে মো. মোসলেম পাটোয়ারি (৪৭), লক্ষীপুরের রামগতীর  শাহ জালালাল পাটোয়ারীর ছেলে আবু পাটোয়ারি (৫০), রামগতীর জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. বাবু মিয়া (২০), ভোলা জেলার দৌলতখানের বয়েজ স্কুল এলাকার আবু কালামের ছেলে মো. হুমায়ুন কবির (৩০), লীপুর রামগতীর আবু তাহেরের ছেলে মো. মোসলেউদ্দিন (৩২), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মামুন হোসেন (২২), রেজাউল চৌকিদারের ছেলে আব্দুল কাদের চৌকিদার (৩০), মৃত মোফাজ্জেল হোসেন মালের ছেলে শেখ ফরিদ মাল (৩৬) ও লীপুরের ওবাইদুল হকের ছেলে মো. বাহার উদ্দিন (৪৭)।

সোমবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন কোস্টগার্ড পশ্চিম, মোংলার সদস্যরা।

এসময় চোরাকারবারিদের কাছ থেকে ২০ হাজার ছয়শ ৯৯ পিচ শাড়ী, একশ ১০ পিছ থ্রিপিছ ও তিনশ ২১ পিছ লেহাঙ্গা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। যার আনুমানিক ‍মূল্য ৩০ কোটি ১৫ লাখ টাকা।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মোংলা থানায় এক মামলা দায়ের করেছেন।


টুটুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়