ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুতুবদিয়ার কাছে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুতুবদিয়ার কাছে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে বুধবার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কুতুবশরীফ দরবারে যাওয়ার পথে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে।

এতে একজন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোনের পক্ষ থেকে ট্রলার ডুবি নিশ্চিত করা হলেও নিহত বা নিখোঁজের বিষয়ে কিছু জানাতে পারেনি।

কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ট্রলারটি বঙ্গপোসাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছে ডুবে যায়। আশপাশে থাকা নৌযান এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে।

কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, কোস্টগার্ড ইতিধ্যে ঘটনাস্থলের কাছে উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে।


চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়