ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লবণের গুদাম থেকে ৫০০০ বোতল ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লবণের গুদাম থেকে ৫০০০ বোতল ফেনসিডিল জব্দ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় লবণ ও মসলার গুদাম থেকে ৫ হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের পাকেরমাথায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভবনের নিচতলার গুদামে সারের বস্তা ও কার্টনের ভেতর থেকে ফেনসিডিল জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় গুদামের ভাড়াটিয়া ব্যবসায়ী মশিউর রহমানকে (২৪) আটক করা হয়।

সিআইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মসলা ও লবণের ব্যবসা করার জন্য ভবন মালিক মোজাফ্ফর হোসেনের কাছ থেকে গুদাম ভাড়া নেন মশিউর রহমান। সেখানে তিনি মসলা ও লবণের আড়ালে মাদক ব্যবসা করেন। সিআইডি অভিযান চালিয়ে ১২টি বস্তা ও চারটি কার্টন থেকে ৫ হাজার বোতল ফেনসিডিল জব্দ করে। ফেনসিডিল ছাড়াও গুদামে সামান্য মসলা ও লবণ ছিল।

সিআইডির পরিদর্শক ফেরদৌস ওয়হিদ জানান, মসলা ও লবণের আড়ালে মশিউর মাদকের ব্যবসা করছে, এ সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে সকাল থেকে ঘটনাস্থলে পাহারা বসানো হয়। পরে গুদামের ভাড়াটিয়াকে ডেকে এনে ফেনসিডিল উদ্ধার করা হয়। মশিউর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


রংপুর/নজরুল মৃধা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়