ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

এসএসসি পরীক্ষায় ৩ শিক্ষকের সাজা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএসসি পরীক্ষায় ৩ শিক্ষকের সাজা

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অপরাধে এক প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড ও দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম এ রায় দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রসায়ন ও পৌরনীতি পরীক্ষা চলাকালীন হারাগাছ আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাউন কবীর বেআইনিভাবে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে। এর দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পল্লীমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও সারাই পোদ্দার পাড়া উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক শুলশান আরা বেগমকে বহিষ্কার করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম বিষয়টি স্বীকার করে জানান, দণ্ডিত প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষায় সহায়তা করছিল। তাকে শ্রেণি কক্ষে ওই অবস্থায় পাওয়া যায়। তাই এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর দুই শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।


রংপুর/নজরুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়