ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়পুরহাটে জাতীয় নজরুল সম্মেলন শুরু

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়পুরহাটে জাতীয় নজরুল সম্মেলন শুরু

জয়পুরহাটে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ‌্যাডভোকেট সামছুল আলম দুদু। কবি নজরুল ইনস্টিটিউট ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। 

জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে আজ বেলা সাড়ে ১১ টায় একটি র‌্যালি বের হয়। শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে র‌্যালিটি বের হয়। যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, মূখ্য আলোচক ড. মোহাম্মদ হাইদারসহ আরো অনেকে। 

তিন দিনের এ কর্মসূচিতে থাকবে কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা।

 

শামীম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়