ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বই প্রেমীদের পদচারণায় মুখরিত নরসিংদীর বই মেলা

নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বই প্রেমীদের পদচারণায় মুখরিত নরসিংদীর বই মেলা

নরসিংদীতে শুরু হয়েছে ৮ দিনব্যাপী একুশে বই মেলা। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখর হচ্ছে বই প্রেমীদের পদচারণায়।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন অর্ধশত স্টলে সাজানো এই বইমেলা উদ্বোধন করেন শনিবার। এইদিন মেলায় তিনি নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ ও কবি মহসিন খন্দকারের দুটি বইয়েরও মোড়ক উম্মোচন করেন।

পরে শিল্পকলা একাডেমির পলাশতলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, নরসিংদী ৭১ ফোরামের সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু সূর্য্যকান্ত দাস, গোলাম মোস্তাফা মিয়া।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


হানিফ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়