ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাঁদা না দেওয়ায় হোটেল ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদা না দেওয়ায় হোটেল ভাঙচুর

হবিগঞ্জে চৌধুরী ফিলিং স্টেশনের বিসমিল্লাহ হোটেলে চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওই খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

হোটেল মালিক আবুল কালাম জানান, চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক মেম্বার রফিক মিয়ার ছেলে সালমান মিয়া (২৫) দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছেন। এছাড়া প্রায়ই তিনি হোটেলে খেয়ে টাকা না দিয়ে চলে যান। টাকা চাইলে গালমন্দ করেন।

শনিবার সন্ধ্যায় তিনি তার দলবল নিয়ে হোটেলে এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। না দেওয়া তারা হোটেলে হামলা চালান।

পরে স্থানীয় লোকজন আসলে তারা পালিয়ে যান। এ ঘটনায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, হোটেলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়