ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাবাকে হত্যার দায়ে ছেলেসহ ৪ জনের মৃত্যদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবাকে হত্যার দায়ে ছেলেসহ ৪ জনের মৃত্যদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক বৃদ্ধকে হত্যার দায়ে তার ছেলে আসাদুজ্জামান মিয়া (৫৭) সহ চারজনকে মৃত্যদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন, মির্জাপুর উপজেলার মীর কুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম ঝড়ু (৬২), একই উপজেলার মৃত হজরত আলীর ছেলে লুকিমুদ্দিন ওরফে লোকমান (৫১), একই উপজেলার ভাররা গ্রামের জসিম মিয়ার ছেলে মান্নান (৪৭)। দণ্ডপ্রাপ্ত সবাই পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ জুন মির্জাপুর উপজেলার বাংগুলী দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বৃদ্ধ আব্দুল আওয়ালের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

পুলিশের সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদে নিহতের ছেলে আসাদুজ্জামান জানান, নিজের বাবার সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় ও সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করায় ভাড়া করা লোক দিয়ে বাবাকে হত্যা করিয়েছেন তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মহসিন শিকদার ও আসামিপক্ষে সরকার নির্ধারিত আইনজীবী ছিলেন খন্দকার আজাহার হোসেন।

 

সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়