ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গোপালগঞ্জে জমজমাট এসএমই পণ্য মেলা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে জমজমাট এসএমই পণ্য মেলা শুরু

গোপালগঞ্জ পৌরপার্কে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী এসএমই পণ্য মেলা। জেলা প্রশাসক শাহিদা সুলতানা রোববার ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলায় তিনি প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বক্তব্য রাখেন।

মেলায় ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ৫০ টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য মেলার স্টলগুলো খোলা থাকবে। পাশাপশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এর আগে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরপার্কের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

 

বাদল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়