ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিলিতে বিজিবি পরিচয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ১

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলিতে বিজিবি পরিচয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ১

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি সদস‌্য পরিচয়ে ভারতে প্রবেশের সময় ফিরোজ আলী রাজ (২৯) নামের এক ব‌্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার বিকেলে সীমান্তের চেকপোস্ট গেট এলাকা থেকে তাকে আটক করেন হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

ফিরোজ জয়পুরহাট জেলার সদর চকদাদরা গ্রামের মাজেদুল মণ্ডলের ছেলে।

হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার তবিবুর রহমান রাইজিংবিড়িকে জানান, ফিরোজ সীমান্তের চেকপোস্ট এলাকায় এসে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিলে সেখানে দায়িত্বরত নায়েক রাকিব তার পরিচয়পত্র দেখতে চান। তিনি পরিচয়পত্র দেখাতে চাননি। বিজিবি সদস্যদের সন্দেহ হওয়ায় ফিরোজের দেহ তল্লাশি করে বিজিবির মনোগ্রাম সম্বলিত একটি ভুয়া পরিচয়পত্র, একটি ড্রাইভিং লাইসেন্স, ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিকেলে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

হিলি/মোসলেম উদ্দিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়