ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অজ্ঞাত রোগে একই পরিবারের দুজনের মৃত্যু, অসুস্থ আরো ৩

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অজ্ঞাত রোগে একই পরিবারের দুজনের মৃত্যু, অসুস্থ আরো ৩

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুদিনে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে।

ওই অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে ওই পরিবারের আরও তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের ওই পরিবারের অন‌্যান‌্য সদস‌্যসহ এলাকা জুড়ে শুরু হয়েছে আতঙ্ক।

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের এক প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন এবং আশপাশের লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

স্থানীয় স্কুলশিক্ষক পরিবারের বরাত দিয়ে জানান, বালিয়াডাঙ্গীর সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরের দিনই শনিবার রাতে বড়ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম অসুস্থবোধ করলে স্বজনরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে রোববার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ওই পরিবারের আরো তিনজন অসুস্থ হয়ে পরলে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বলছেন তাদের নিবির পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে মিনা বেগম চিকিৎসা নেবার আগেই মারা যান। পরদিন আবার হঠাৎ অসুস্থ হন পশিনা বেগম। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তিনিও মারা যান।

হঠাৎ কি হলো, কেউ কোন কিছু বুঝে উঠার আগেই নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার, নিহত পশিনা বেগমের শাশুরি হাজেরা খাতুন ও আলেয়া আক্তার অসুস্থ হয়ে পরলে তাদেরকে রোববার দুপুরে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ ঘটনার পর স্বাস্থ‌্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে কারণ জানতে পরিদর্শন করেছেন। কি কারণে তারা মারা গেল এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আরো যারা অসুস্থ হয়ে ভর্তি আছেন তারা বর্তমানে ভাল আছেন ।

 

হিমেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়