ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রবাসীর ডাকাতিকৃত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রবাসীর ডাকাতিকৃত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে প্রবাসীর ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ মালামাল গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে গাজীপুরের টঙ্গী, ময়মনসিংহ ও ঢাকার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে আট ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

রোববার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে মালামাল উদ্ধার করা হয়। পরে ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন, নাজমুল হোসেন, মুন্না, রাকিব, রনি খান, মেহেদী হাসান, সিরাজুল ইসলাম সুমন, মানিক মিয়া ও রেজাউল তালুকদার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত রোববার (১৬ ফেব্রুয়ারি) নুরুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেটকারে নিজ বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায় ফিরছিলেন। পথিমধ্যে রূপগঞ্জ উপজেলার কালাদী পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে ডাকাতরা একটি পিকআপ ভ্যানে করে প্রাইভেটকারের গতিরোধ করে। পরে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে পিটিয়ে আহত করে ডাকাতরা। 

পরে ডাকাতরা কিছু কুয়েতি দিনার, ৭ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পরে নুরুল ইসলাম বাদী হয়ে রূপপুর থানায় অভিযোগ দায়ের করেন। প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জেলা থেকে ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয় বলে জানান তিনি। 


রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়