ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ

পটুয়াখালী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ

পটুয়াখালীতে নদীতে গোসল করতে গিয়ে আরাফাত হোসেন ঘরামি (১১) ও জান্নাতুল মীম (১২) নামের দুই শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দির বলইকাঠি গ্রামের ওই দুই শিশু নদীতে গোসল করতে যায়। স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা নদীতে অভিযান চালিয়েও তাদেরকে উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ হওয়া দুই শিশু চাচাতো ভাই-বোন। আরাফাত দক্ষিণ ধরান্দি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। মীম ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা কামাল মৃধা জানান, সোমবার দুপুরে আশ্রাফ ঘরামির ছেলে আরাফাত ও আফজাল ঘরামির মেয়ে জান্নাতুল মীম বাড়ির পাশের বলইকাঠি নদীতে গোসল করতে যায়। তারা নদীতে নামার কিছুক্ষণ পর ওই স্থানে ঢাকা থেকে আসা বালুবাহী কার্গো এমভি আজাদ-হুমায়ন নোঙ্গর করে। জলের তোড়ে আরাফাত ও মীম নদীর মাঝখানে চলে যায়। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা নদীতে জাল ফেলেও শিশু দুটিকে উদ্ধার করতে পারেনি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

এদিকে, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তাদের স্টেশনে ডুবুরি নেই।

বরিশাল থেকে ডুবুরিদের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তারা এলে ফের উদ্ধার কাজ শুরু হবে।


পটুয়াখালী/বিলাস দাস/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়